ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৯১৯-১৯৪৭)

Show Important Question


101) Who was the British Prime Minister when India received independence ? / ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) Ramsay Macdonald/ র‍্যামসে ম্যাকডোনাল্ড
B) Clement Atlee/ ক্লেমেন্ট এ্যাটলি
C) Lloyd George/ লয়েড জর্জ
D) Winston Churchill/ উইনস্টন চার্চিল

102) ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় ?
A) জুলাই, 1942
B) আগস্ট, 1942
C) সেপ্টেম্বর, 1942
D) অক্টোবর, 1942

103) ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন ?
A) লর্ড ওয়াভেল
B) লর্ড লিনলিথগো
C) লর্ড মাউন্টব্যাটেন
D) লর্ড আরউইন

104) লাহোর প্রস্তাব কত সালে পাশ হয় ?
A) 1930 সালে
B) 1940 সালে
C) 1942 সালে
D) 1945 সালে

105) হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ কত সালে শুরু হয় ?
A) 1930 সালে
B) 1932 সালে
C) 1940 সালে
D) 1934 সালে

106) সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল ?
A) 5 জন
B) 7 জন
C) 10 জন
D) 11 জন

107) মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় ?
A) 1921
B) 1925
C) 1929
D) 1931

108) সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল ?
A) ১৯২৯ সালে
B) ১৯২৭ সালে
C) ১৯২৫ সালে
D) ১৯২৬ সালে

109) In which year Salt Satyagraha took place ? / ‘লবণ সত্যাগ্রহ‘ কোন সালে হয় ?
A) 1929/ 1929
B) 1930/ 1930
C) 1931/ 1931
D) 1932/ 1932

110) Who was the first leader arrested in the non-cooperation movement? / অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
A) Motilal Nehru/ মোতিলাল নেহেরু
B) C. R. Das/ চিত্তরঞ্জন দাশ
C) Gandhi/ গান্ধীজি
D) Hasrat Mohani/ হসরত মোহানি

111) After which incident the Non-Cooperation movement was withdrawn by Mahatma Gandhi? / কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
A) Chauri Chaura incident/ চৌরিচৌরা
B) Rowlatt Act/ রাওলাট আইন
C) Jallianwala Bagh massacare/ জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
D) Dandi March/ ডান্ডি মার্চ

112) Which one of the following began with Dandi March ? / ডান্ডি মার্চ –এর সঙ্গে শুরু হয় —
A) Home Rule Movement/ হোমরুল আন্দোলন
B) Non-Co-operation Movement/ অসহযোগ আন্দোলন
C) Civil Disobedience Movement/ আইন অমান্য আন্দোলন
D) Quit India Movement/ ভারতছাড়ো আন্দোলন

113) Where in 1942 was the ‘Swaraj Panchayat’ set up ? / 1942 -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?
A) Tamluk/ তমলুক
B) Contai/ কাঁথি
C) Cuttak/ কটক
D) Puri/ পুরী

114) The Meerut Conspiracy case was started in : / মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল—
A) 1929/ 1929 সালে
B) 1934/ 1934 সালে
C) 1942/ 1942 সালে
D) 1931/ 1931 সালে

115) When did the Royal Indian Naval Mutiny take place ? / ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?
A) December, 1944/ 1944 খ্রী: -র ডিসেম্বর
B) February, 1945/ 1945 খ্রী: -র ফেব্রুয়ারী
C) February, 1946/ 1946 খ্রী: -র ফেব্রুয়ারী
D) August, 1946/ 1946 খ্রী: -র আগস্ট

116) Who offered leadership for the Khilafat Movement ? / খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?
A) Sayyid Ahmed/ সৈয়দ আহমেদ
B) Iqbal/ ইকবাল
C) Mohammad Ali and Saukat Ali/ মহম্মদ আলি ও সৌকত আলি
D) Rahamat Ali/ রহমত আলি

117) The name of the ship where Royal Indian Navy revolt originated was / যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌ-বাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম ছিল
A) Vikrant/ বিক্রান্ত
B) Talwar/ তলোয়ার
C) INS Mysore/ আই. এন. এস. মাইশোর
D) INS Vljay/ আই এন এস বিজয়

118) সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল?
A) জাতীয় আন্দোলনের নীতি নির্ধারণ করা
B) রাউলাট আইনকে কার্যকর করা
C) মন্টেগু-চেমসফোর্ড শাসন সংস্কার আইনের রূপায়ণ ঘটানো
D) ভারত শাসন আইনের পর্যালোচনা ও নতুন নীতি নির্ধারণ করা